এই হাটের ঐতিহ্য অতি প্রাচীন। এই হাটে পাওয়া যায়না এমন দ্রব্যাদির সংখ্যা কম। গরু, ছাগল, হাস, মুরগী, কবুতর, বিভিন্ন ধরনের পশু পাখি, বাস, বেত, কাঠ, তৈরি পোশাক, নিত্য প্রয়োজনীয় খাদ্য দব্য, বই পুস্তক, মুদি মনোহরী, মাটির হাড়ী পাতিল, আইয়ুবেদিক ঔষদ, বীজ ধান, গম, শরিষা, ইত্যাদি ইত্যাদি সকল প্রকারের দ্রব্য।
গোলাকান্দাইল আনন্দ মেলা শুরুহয় হিন্দু ধর্মাবলম্বিদের শিব পুজা উপলক্ষে ১লা মাঘ অর্থাৎ জানুয়ারী মাসের মাঝামাঝি সময়ে। থাকে একটানা ১মাসেরও বেশি সময়। সার্কাস, যত্রাপালা, পুতুলনাচ, যাদু সহ বিভিন্ন আনন্দ দায়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকে মেলায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস