কি কি সেবা পাবেন | ০১। কম্পিউটার কম্পোজ করা হয়। ০২। ডিজিটাল ফটোকপি এবং স্ক্যানিং করা হয়। ০৩। লেমেনেটিং করা হয়। ০৪। ছবি উঠানো হয়, ছবি থেকে ছবি করা হয়। ০৫। কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হয়। ০৬। ইন্টারনেট ব্রাউজ করা যায়, ই-মেল একাউন্ট খোলা হয়, ই- মেল পাঠানো যায় দেশ-বিদেশের যে কোন আপন জন একে অপরের ছবি দেখে সরাসরি কথা বলা যায়। ০৭। পাসপোর্ট ফরম ও বিভিন্ন ধরনের সরকারী ফরম পাওয়া য়ায়। ০৮। সরকারী/বেসরকারী/ দেশ/ বিদেশের তথ্য প্রদান করা হয়। ০৯। কালার প্রিন্ট করা হয় ১০। প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। ১১। অনলাইনে জন্ম নিবন্ধন করা হয়। ১২। মোবাইল ব্যাংকিং এর একাউন্ট খোলা হয়। ১৩। ডিজিটাল মেশিনে ফটোকপি করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস