Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বিস্তারিত
 

গোলাকান্দাইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাগতম। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির অবস্থান গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল গ্রামের হাটের পার্শ্বে ঈদগাহ সংলগ্ন। এখানে ২৪ ঘন্টা নরমাল ডেলিভারী করানো সহ সাধারন রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়। এই সেবা কেন্দ্রটি গোলাকান্দাইল ইউনিয়নের জনসাধারণের চিকিৎসা সেবা প্রদানের অন্যতম কেন্দ্রবিন্দু। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনটি দ্বিতল। উক্ত ভবনে নিয়মিত চিকিৎসকগন অবস্থান করে নিয়মিত জনসাধারনকে সেবা প্রদান করে থাকেন। সেবা নিন সুস্থ্ থাকুন।

ছবি
label.column.field_office_cism

মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে)

  • গর্ভবতী সেবা, প্রসব সেবা, প্রসবোত্তর সেবা, এম আর সেবা, নবজাতকের সেবা, ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা, প্রজননতন্ত্রের/ যৌনবাহিত রোগের সেবা, ই পি আই সেবা, ভিটামিন এ ক্যাপসুল বিতরণ।

পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে)

  • পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান, খাবার বড়ি, জন্মনিরোধক ইনজেকশন, আই ইউ ডি/ কপার টি, ইমপ্ল্যান্ট (নির্দিষ্ট কেন্দ্রে), ভ্যাসেকটমী/ এনএসভি (নির্দিষ্ট কেন্দ্রে), টিউবেকটমী (নির্দিষ্ট কেন্দ্রে), ই সি পি, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ/ ব্যবহারজনিত পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতার সেবা।

সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত সেবাঃ

  • কনডম- ১ (এক ডজন) ১ টাকা ২০ (বিশ) পয়সা

বয়ঃসন্ধিকালীন সেবা/ কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)

পুষ্টি সেবা (বিনামূল্যে প্রদত্ত)

সাধারণ রোগীর সেবা (বিনামূল্যে প্রদত্ত)

স্বাস্থ্য শিক্ষামূলক সেবা (বিনামূল্যে প্রদত্ত)

প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ (রেফার)


সিটিজেন চার্টার

সাধারণ তথ্য

অত্র কার্যালয়ে কর্মরত ব্যক্তিদের নাম:

ক্রমিক নং নাম পদবী মোবাইল নম্বর কর্মস্থল/ কর্ম এলাকা
ওয়াহিদা ফেরদৌস উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার 01748071318 ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
মরিয়ম আক্তার সুইটি পরিবার কল্যাণ পরিদর্শিকা 01706062314 ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
সানেবিন পরিবার পরিকল্পনা পরিদর্শক 01558954958 গোলাকান্দাইল ইউনিয়ন
ছালমা আক্তার পরিবার কল্যাণ সহকারী 01684113060 ১/ক ইউনিট (মাহনা, আধুরিয়া)
ছালমা আক্তার (অতিরিক্ত দায়িত্ব)
পরিবার কল্যাণ সহকারী
01684113060
১/খ ইউনিট (সিংলাব, আধুরিয়া, কালী, পোনাব, কুশাব)
লাকী আক্তার পরিবার কল্যাণ সহকারী
01777846639 ২/ক ইউনিট (গোলাকান্দাইল মধ্য ও উত্তরপাড়া, বলাইখাঁ)
লাকী আক্তার (অতিরিক্ত দায়িত্ব)
পরিবার কল্যাণ সহকারী
01777846639
২/খ ইউনিট (গোলাকান্দাইল দক্ষিণ পাড়া)
সুফিয়া খাতুন পরিবার কল্যাণ সহকারী
01723961244 ৩/ক ইউনিট (হোরগাঁও, দড়িকান্দী, গাবতলী)
উম্মেহানী আক্তার পরিবার কল্যাণ সহকারী
01834018074 ৩/খ ইউনিট (সাওঘাট, ডহরগাঁও)

 

label.column.field_projects

অত্র অফিসের নিজস্ব কোন প্রকল্প নেই। তবে বিভিন্ন সংস্থার প্রকল্প গুলো এই অফিসের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। প্রকল্প সমূহ যথাক্রমে :-

১। ICDDRB কর্তৃক এনিমিয়া রোগীর সেবাদান প্রকল্প।

২। মাসিক টিকাদান।

৩।ইপিআই কর্মসূচী।

যোগাযোগ

গোলাকান্দাইল মধ্যপাড়া ঈদগাহ এবং হাটের পাশে এর অবস্থান। গোলাকান্দাইল হাটের পাশে যে কোন ব্যক্তিকে জিজ্ঞাস করলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যাবার রাস্তা দেখাবে।

গোলাকান্দাইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র , গোলাকান্দাইল, ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

হটলাইন: 01325091647

গুগল ম্যাপ এ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের লোকেশন: লোকেশন পেতে এখানে ক্লিক করুন